
নিউজটাইম ওয়েবডেস্ক : কোলাঘাটের পাইকপাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গত সেপ্টেম্বর মাস থেকে প্রায় দুমাস রোগীদের খাদ্য পরিষেবা বন্ধ রয়েছে। সরকারি ভাবে প্রায় ৫৮ টাকা করে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা যথেষ্ট নয় বলে দাবী খাদ্য সরবরাহকারী দলের। সেই কারণেই ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ভাত সহ টিফিন পরিষেবা বন্ধ। যার ফলে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারের মানুষদের।
কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ নব কুমার ভঞ্জ জানান, পাইকপাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে খাবার পরিবেশনের দায়িত্ব ছিল একটি সেলফ হেল্প গ্রুপ। তারা দুমাস আগে বিএমওএইচ’কে চিঠি লিখে জানায়, সরকার বরাদ্দ টাকায় তারা খাবার সরবরাহ করতে পারবে না।এই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ তমলুকের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান কোলাঘাটের বি এম ও এইচ। পরে বিষয়টি জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক কোলকাতায় স্বাস্থ্যভবনেও জানিয়েছেন বলে জানান বি এম ও এইচ নব কুমার ভঞ্জ। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা।কোলাঘাটের এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র কোলাঘাটের স্থানীয় মানুষজন চিকিৎসা পরিষেবা পান তা নয়।পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। আর এই খাদ্য পরিষেবা বন্ধ থাকায় রোগীদের সঠিক পুষ্টিযুক্ত খাদ্য থেকে যেমন বঞ্ছিত হচ্ছেন।সব মিলিয়ে সরকারী পরিষেবা থেকে আর কত দিন বঞ্চিত থাকবেন রোগীরা সেই প্রশ্নই উঠতে শুরু করেছে কোলাঘাটে।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023