
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম মায়াপুরের ইসকন। বছরের যেকোনও দিন মায়াপুরে গেলে, সেখানে ভক্তদের ঢল নজর কারে। দেশের সীমানা ছাড়িয়ে বহু বিদেশী, মায়াপুর নবদ্বীপে আসেন। এমনকি কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে বহু বিদেশী এই মায়াপুরেই থেকে যান। ধর্মের প্রচারে পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিষ্ঠান ইস্কন, এবার আরও এক পদক্ষেপ করলেন।
সোমবার সকাল থেকে নদিয়ার মায়াপুর ইসকনে পাঁচ হাজার কন্ঠে গীতাপাঠ ওগীতা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় । পশ্চিমবঙ্গের সুস্থতা প্রার্থনা করে, এবং সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে এবং ভগবত গীতাকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে ও গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে অন্তর্ভুক্ত করতে মায়াপুর ইসকন মন্দিরে ৫০০০ ভক্তের সমন্বয়ে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন মঠ মন্দিরের উদ্যোগে । মায়াপুর ইসকনের সিকিউরিটি ট্রেনিং গ্রাউন্ডে সমবেত গীতা পাঠ অনুষ্ঠিত হলো। সোমবার সকাল থেকেই ভক্ত সহ সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023