
নিউজটাইম ওয়েবডেস্ক : দার্জিলিং পুরসভার পাঁচ কাউন্সিলর হামরো পার্টি দল ত্যাগ করে যোগদান করল অনিত থাপর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলে। বর্তমানে দার্জিলিং পৌরসভায় অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টির বোর্ড রয়েছে। তবে এই পাঁচ কাউন্সিলার তার দল ত্যাগ করায় পুরসভা তে সংখ্যালঘু হয়ে পড়ল হামরো পার্টি।
আগামী দিনে দার্জিলিং পুরসভার দখল নিতে চলেছে বিজিপিএম দল। এছাড়াও দার্জিলিং’এ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনে এককভাবে বোর্ড দখল করেছে অনিত থাপার দল। কিন্তু পাহাড়ে সদ্য দলের আত্মপ্রকাশ করে অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি দার্জিলিং পুরসভার দখল নিয়েছিল তাই শেষমেষ এবার পুরসভাও হাতছাড়া হতে চলেছে অজয়ের।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023