
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সকালে সপরিবারে তারাপীঠে পুজো দেন বিজেপি নেতা রাহুল সিনহা। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, তৃণমূল নেতাদের আবারও বাক্যবাণে বিঁধলেন তিনি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ ডেকেছিলেন,এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন,’ অনুব্রত মন্ডল বাঘ? কেন বলছে এই কথা , কারণ ও জানে অনুব্রত মন্ডল যে বনের বাঘ সেই বনেই ও আর একজন সৈনিক, সেই জন্য সেই বনের যে রাজা তাকে তো বাঘ বলতেই হবে, ওটা চোরেদের বাঘ আসল বাঘ নয়।’
এদিন ফিরহাদ প্রসঙ্গে আরও বিস্ফোরক কথা বললেন তিনি। বললেন, ‘ববি হাকিম কিছুদিন পর পুলিশের হেফাজতে যাবে, গারদের পেছনে যাবে , সেই দিন ববি হাকিম বুঝছে, অতএব সেই কারণে ববি হাকিমের কথার কোনো মূল্য নেই, কারণ গার্ডেনরিছে যে টাকা ধরা পড়েছে সেই টাকার ববি হাকিমের কানেকশন আছে , আরও বিভিন্ন জায়গায় অনেক কিছু বেরবে, তখন বড়ো বড়ো ডায়লগ তখন বেরিয়ে যাবে।’Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023