
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘কলকাতায় যখন ডেঙ্গুতে মানুষের মৃত্যু ঘটছে। তখন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম বীরভূমের গরু চোর কে বাঘ বলছে। সেই বাঘ যে সিবিআই এর ভয়ে পালিয়ে বেড়াতে। আর ধরা পড়ার পর ভয়ে কান্নায় ভেঙে পড়েছিল’, বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র পরিষদ ফাইয়াজ খান। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধান সভা কেন্দ্রে বোরো ৯ দফতরের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর গন সংগঠন যার মধ্যে ছিল ছাত্র যুব সংগঠন এস এফআইও ডিওয়াইএফাই’এর কর্মীরা। এদিন বোরো ৯ এর সামনে বিক্ষোভ সেখান তারা।
তাদের অভিযোগ মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পৌর সংস্থার ডেঙ্গু রোধ করতে সম্পূর্ন ভাবে ব্যর্থ হয়েছে। ফলে আজকে অনেক মেয়ের কোল খালি হয়ে যাচ্ছে।অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম এদিন কটাক্ষ করে ফাইয়াজ আহমেদের সুস্থতার কামনা করেন। প্রাক্তন মেয়র পরিষদ ফাইয়াজ খানের পাল্টা জবাব, ‘আমার সুস্থতা কামনা না করে যদি তিনি কলকাতার সাধারণ মানুষের সুস্থতার কামনা করলে ভালো হত। আর যিনি আমার সুস্থতার কামনা করছেন তিনিই একসময় চেয়েছিলেন যে আমি সুস্থ যাতে না থাকি।’ তারা মানুষ কে মেরে ফেলে তথ্য গোপন করছে বলেও অভিযোগ করেন সিপিএম বোর্ডের প্রাক্তন মেয়র পরিষদ ফাইয়াজ খান। এদিন তারা বোরো ৯ এর সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মিছিল করে এদিন বোরো দফতরে ডেপুটেশন ও জমা দেন। তার পর তিনি জানান যে আমলা দের কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা নিরুপায়। এদিন তিনি অভিযোগ করেন যে কলকাতা পৌর সংস্থায় প্রায় ৩০ হাজার শূন্য পদ রয়েছে।ডেঙ্গির বিরোদ্ধে লড়াই করার জন্য যে বল লাগে সেই শক্তি নেই কলকাতা পৌর সংস্থার কাছে। তাই কর্মীর অভাবে আরো বেশি বাড়ছে ডেঙ্গিপ্রকোপ। এদিন ডেপুটেশন জমা দিয়ে একটা ছোট সভায় পরিণীতি হয় এদিনের সিপিএম এর গণসংগঠানের বিক্ষোভ প্রদর্শন।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023