
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার রাতে এসএসকেএমের সিটি স্ক্যান বিভাগে আগুন লাগে। নিমেষে তা বিধ্বংসী চেহারা নেয়। যদিও দ্রুত রোগীদের বের করে আনা হলে, মৃত্যুর ঘটনা ঘটেনি।ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার সকালেও অগ্নিকাণ্ডের ছাপ স্পষ্ট হাসপাতালে। রোগীদের মধ্যে এখনও উৎকণ্ঠা-আতঙ্ক বর্তমান।
প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আজ ফরেনসিকের একটি দল তদন্ত করতে আসবে।তবে সমস্যায় পড়েছেন রোগীরা। আগুনের লেলিহান শিখায় ঝলসে গিয়েছে সিটি স্ক্যান বিভাগের মেশিন। বন্ধ রয়েছে আল্ট্রা সোনোগ্রাফি বিভাগও।রোজকার মতোই হাসপাতাল চত্বরে রোগীর ভিড়, তবে পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েছেন তারা।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023