
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার সকাল সাতটা নাগাদ বেলুড় থানার অন্তর্গত লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামালে ভর্তি কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে। আতঙ্কে পাশাপাশি কারখানা লোকেরা বেরিয়ে পড়ে।
দমকল সূত্রে খবর, তাঁরা খবর পেলে প্রথমে দুটো ইঞ্জিন এবং পরে আরও দুটি, মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে।এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর নেই।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023