অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘স্টেট ব্যাংকের এটিএম কার্ডটি চলতি মাসেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে’,পূর্ব রেলের অবসরপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার রামগোপাল সরকারের স্ত্রী পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অবসরপ্রাপ্ত মেটাল ম্যানেজার মিনতি দেবীর কাছে এমনই ফোন আসে।প্রতারক ফোন করে মিনতি দেবীকে জানায়, নতুন এটিএম কার্ড পেতে গেলে বেশকিছু নথির সম্পর্কে তথ্য তাদের জানাতে হবে। এরপরই মিনতি দেবীকে বলা হয়, তাঁর ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি তাদের দিতে। প্রতারিত হতে পারেন, এমন ভাবেননি মিনতি দেবী। ওটিপি জানায় ফোনের বিপরীতে থাকা ওই ব্যক্তিকে।

এরপরেই সর্বনাশের শুরু। মিনতি দেবীর কাছে একের পর এক টাকা কেটে নেওয়ার ম্যাসেজ আসে।মুহূর্তের মধ্যে দুটি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১ লক্ষ ২৫ হাজার টাকা । সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান স্থানীয় এসবিআই  শাখায় ।দুটি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করার সঙ্গে সঙ্গে অভিযোগ জানান স্থানীয় ব্যাঁটরা থানায় ও হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে । অবসর জীবনে এত বড় ক্ষতি হওয়ায় দিশেহারা অবসরপ্রাপ্ত রেলকর্মী পরিবার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube