
নিউজটাইম ওয়েবডেস্ক : কল্যানী মহাবিদ্যালয়ে বিশৃঙ্খলা, ক্যাম্পাসে বহিরাগতের প্রবেশ নিয়ে ধুন্ধুমার।তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ কলেজে তিন চার জন বহিরাগত ঢুকে তাদের স্টুডেন্টদের উপর হেনস্থা করে, এরপরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। যার ফলে ব্যাপক গন্ডগোল ছড়ায়। পাঁচ জন ছাত্রকে আহত অবস্থায় জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর অধ্যক্ষর ঘরের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, বহিরাগতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে থানায়। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি, তারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ।ব্যক্তিগত কাজে গতকাল কলেজ গিয়েছিলেন তারা।অন্যগোষ্ঠীর ছাত্ররা হঠাৎ করেই তাদের উপর চড়াও হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নেতৃত্বে কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা।তাদের হুঁশিয়ারি, যতক্ষণ না অধ্যক্ষ বফিরাগতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন, ততক্ষণ অবস্থানে অনড় থাকবে তারা।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023