জমির ন্যায্য মূল্যের দাবিতে ডেপুটেশন কৃষকদের

নিউজটাইম ওয়েবডেস্ক : ফোরলেনের জমির ন্যায্য মূল্যের দাবিতে ডেপুটেশন দিল ভেমটিয়া মৌজার ক্ষতিগ্রস্থ কৃষকরা।অভিযোগ পার্শ্ববর্তী এলাকার জমির মূল্য বেশি দেওয়া হচ্ছে, কিন্ত রাস্তার পাশের যেসব জমির বাজার মূল্য অনেকটাই বেশী সেই সব জমির মূল্য কম দেওয়া হচ্ছে।একাধিক বার এই বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।জমির ন্যায্য মূল্য দেওয়া না হলে জমি দেওয়া হবে না।এই বিষয়েই বুধবার ধূপগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পুরসভাতে ডেপুটেশন দিল ভেমটিয়া মৌজার ক্ষতিগ্রস্থ কৃষকরা।

উল্লেখ্য ধূপগুড়িতে দীর্ঘদিন ধরেই জমি সমস্যার জন্য ফোরলেনের কাজ আটকে ছিল।সেই সমস্যা দীর্ঘদিন পর সমাধান হয়েছে।জেলা প্রশাসন ও এনএইচআই কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকার জমিদাতাদের অভিযোগ ‘প্রথম অবস্থায় জমি দিতে আমরা অনিচ্ছুক ছিলাম।পরবর্তীতে জেলা প্রশাসন ও এন এইচ এস কর্তৃপক্ষ আমাদের ন্যায্য মূল্য দেওয়ার আশ্বাস দিলে আমরা জমি দিতে রাজি হয়েছিলাম।এখন আমাদের পার্শ্ববর্তী এলাকার জমির মূল্য আমাদের জমির থেকে অনেকটাই বেশী।যেখানে আমাদের জমির মূল্য বেশী হওয়ার কথা সেখানে ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না।বাজার মূল্য হিসেবে মূল্য দেওয়া না হলে আমরা ভেমটিয়া এলাকার কৃষকরা জমি দেব না।’

তাঁরা আরও জানান, এই দাবির বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।অন্যদিকে ‘এই বিষয়ে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন জমি দিতে সকলেই ইচ্ছুক।তাদের বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনব।এরা শুরু থেকেই ন্যায্য মূল্যের দাবি জানিয়ে আসছে।এই সমস্যার সমাধান অবশ্যই বের হবে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube