চড়া দাম আলুর, টাকা নেই কৃষকদের পকেটে

নিউজটাইম ওয়েবডেস্ক : আলু উৎপাদনকারী জেলাগুলির মধ্যে অন্যতম হুগলী । এই জেলার চারটি মহকুমায় বড় অংশে আলুর ফলন হলেও বর্তমানে চরম সংকটে পড়েছেন কৃষকরা । তাদের দাবী কষ্টের ফসল বিক্রি করে পাওয়া যাচ্ছে না যথার্থ দাম,  চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের । মূলত কৃষকদের দাবি,মার্চ মাস নাগাদ তারা হিমঘর গুলিতে আলু মজুদ করতে শুরু করে  এবং সারা বছর প্রয়োজন মত  সেই আলু তারা বিক্রি করে। সেইমতো চলতি বছরে হিমঘরে আলু মজুদ রেখেছেন তাঁরা।কিন্তু ভাড়া সহ প্রায় সাড়ে ৮৫০-৯৫০ টাকার মতো খরচ হয়েছে তাঁদের।কিন্তু বর্তমানে সেই আলু বিক্রি করতে গিয়ে বস্তা পিছু ২৫০-৩০০ টাকার মত আয় হচ্ছে,  ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদেরকে।

কৃষকদের দাবি, আলুর ফলন বীজ, সারের দাম বেড়েছে, সে ক্ষেত্রে  দাম না পাওয়ায় বিপর্যস্ত তাঁরা। আবেদন,  সরকার বিষয়টি খতিয়ে দেখুক। অন্যদিকে আলু পাইকারি ব্যবসায়ীদের দাবি  তারাও এবারে ব্যাপক ক্ষতিগ্রস্ত। কারণ আলু হিমগড় থেকে ছাড়িয়ে সেই আলু ঝাড়াই-বাছাই করে বাজারে যাচ্ছে কিন্তু সে অর্থে দাম পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে তাঁদের আবেদন, হিমঘরে আলু রাখার সময়সীমা বাড়ানো হোক । অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষ জানান,  ‘সরকারি নিয়ম অনুযায়ী নভেম্বরের মধ্যেই আলু খালি করতে হয়,এক্ষেত্রে সরকার যেমন নির্দেশ দেবে সেই মতোই আমরা কাজ করবো।’ ক্রেতাদের দাবি, ‘কৃষকরা দাম পাচ্ছে না, আলু ফেলে দিতে হবে বলছে। তা সত্ত্বেও  বাজারে  আলু কিনতে হচ্ছে চড়া দামে, আমরা চাই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube