
নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষক আন্দোলনের ট্রাক্টর মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গতকাল দিল্লীর রাজপথ। আন্দোলনকারীদের একাংশ লালকেল্লায় নিশান সাহেবের পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখান। কৃষক আন্দোলনের নাম করে অপ্রীতিকর ঘটনা ঘটানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত ও রণবীর শোরে। এই ঘটনায় সহমত নন বলে স্পষ্ট জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা। শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সরব হয়ে মুখ খুলেছেন বলিউডের তারকারা। কৃষকদের অধিকার কখনো দেশের উর্দ্ধে নয় বলে জানান রণবীর শোরে। আন্দোলনের নাম করে যারা এরুপ বিক্ষোভ দেখিয়েছেন তাদের গারদে ভরা উচিৎ বলে দাবি করেন কঙ্গনা।