
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের অন্যতম বহুল জনপ্রিয় কার্টুন ডোরেমন। নামচরিত্র ডোরেমন, আদতে একটি ভবিষ্যতের রোবট বিড়াল। ডোরেমন ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এসেছে আজকের যুগে। নোবিতা নোবি নামের এক বালকের সে বন্ধু। নোবিতাকে ডোরেমন ভবিষ্যতের গ্যাজেট দিয়ে সাহায্য করে।
অনেকেই এই কার্টুন সিরিজটি দেখে বড় হয়েছে। তারা প্রত্যেকেই জানে শিজুকা নামের চরিত্রটির জন্য নোবিতা কতখানি যত্নবান। এই শিজুকার সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হল নোবিতা ,স্ট্যান্ড বাই ডোরেমন ২ নামের একটি ছবিতে।ইতিমধ্যেই জাপানে মুক্তি পেয়েছে স্ট্যান্ড বাই ডোরেমন ২। ছবিটি ,স্ট্যান্ড বাই ডোরেমন নামের ছবিটির সিকুয়্যাল। প্রথম ছবিটিতে দেখানো হয়েছিল ডোরেমনের সাথে নোবিতার প্রথম সাক্ষাৎ ও তাদের অ্যাডভেঞ্চার। এই ছবিটির সিকুয়্যাল ,স্ট্যান্ড বাই ডোরেমন ২ তেই দেখানো হয়েছে নোবিতা ও শিজুকার বিবাহ। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে নেটপাড়া। সমস্ত সামাজিক মাধ্যমেই এই মুহুর্তে ট্রেন্ডিং নোবিতা ও শিজুকার এই বিয়ে।