
রানে ও মল্লিক দুই পরিবারই এখন খুশির হাওয়া। কোয়েল ও নিসপালের হাত ধরে পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বিবাহ বার্ষিকীর দিনই কোয়েল জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। আর এবার নিজের বেবি বাম্পের ছবি কোয়েলই তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে প্রকাশ করে দিলেন ইনস্টাগ্রামে।
চলতি বছরের এপ্রিলেই সম্ভবত মা হতে চলেছেন নিসপাল পত্নী কোয়েল। কোয়েলের মা হওয়ার খবরে উচ্ছ্বসিত গোটা টলিউড। তাঁর সহকর্মী থেকে অভিনেতা অভিনেত্রীরা সকলেই বেশ উচ্ছ্বসিত কোয়েলকে ঘিরে। আর সেই উত্তেজনায় উস্কানি দিয়ে এবার নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন বাংলার ‘ অরুন্ধতী’।
পাঁচ দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের মা হওয়ার খবর জানান রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। আর সেই ছবিতে ছিল তাঁর ও নিসপালের একসঙ্গে তোলা একটি সেলফির দৃশ্য। এবার বেবি বাম্পের ছবি প্রকাশের পর গোটা বাংলা অপেক্ষায় রয়েছে ‘সুখবর’ এর।