
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের চিরযুবা অনীল কাপুরের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি অন্তরঙ্গ পোস্ট করলেন কন্যা সোনম কে আহুজা। বাবা অনীলের ৬৪ তম জন্মদিনে সোনম লেখেন বাবার নরম স্বভাব ও মূল্যবোধের কথা। বাবাকে ধন্যবাদ জানান তাঁকে এই মূল্যবোধের সাথে বড় করে তোলার জন্য। এর সাথে একটি মনগ্রাহী ছবিও পোস্ট করেন এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী।
