
নিউজটাইম ওয়েবডেস্ক : মাদকযোগে অর্জুন রামপালের সঙ্গীর ভাইকে গ্রেফতার করা হয়েছিল। এবার বলিউড অভিনেতা বাড়ির চত্বরে তল্লাশি চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)।
রবিবার মাদক মামলায় গ্রেফতার করা হল প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এনসিবির মুম্বইয়ে আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে পিটিআইকে বলেছিলেনন, ‘মাদক আইনের (নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্স) আওতায় ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী’কে গ্রেফতার করেছি আমরা। আরও তদন্ত চালাচ্ছি আমরা।’ এনসিবি আধিকারিকরা জানিয়েছিলেন, রবিবার সকালের দিকে নাদিয়াদওয়ালাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় ১০ গ্রাম গাঁজা। ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতানের থেকে সেই গাঁজা নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন আধিকারিকরা। স্ত্রী’র গ্রেফতারির পর সোমবার সকালে মুম্বইয়ে এনসিবির দফতরে হাজিরা দেন ফিরোজ। যিনি ‘ফির হেরা ফেরি’, ‘ফুল অ্যান ফাইনাল’, ‘আন : মেন অ্যাট ওয়ার্ক’, ‘ওয়েলকাম’-এর মতো সিনেমার প্রযোজনা করেছেন।