নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৯ থেকেই শুরু হয়েছিল উত্তেজনা। অবশেষে শ্যুটিং ফ্লোরে নামল টিম গোলন্দাজ। খুশি দেব ভক্তরা। অনেকগুলি “প্রথম” নিয়ে এবার শ্যুটিং এর কাজ শুরু করলেন দেব।
প্রথমবার বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, পিরিয়ডিক ছবিতে পর্দায় ফিরতে চলেছেন দেব।ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। রয়েছেন অনির্বান ভট্টাচার্য্য, ইশা সাহা,জন ভট্টাচার্য্য,শ্রীকান্ত আচার্য্য,ইন্দ্রাশিষ রায় প্রমুখ। বেশ কিছুদিন ধরে টানা ফুটবল খেলার প্রশিক্ষণ নিয়েছেন তারকারা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গোলন্দাজের মোশন পোস্টার।
এবার প্রকাশ্যে এলো ফাদার অফ ফুটবল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির চরিত্রে দেবের লুক। রেইকি সেরে বুধবার থেকে শুরু হয়েছে “গোলন্দাজ” এর শ্যুটিং। এখন শুধুই অপেক্ষা ছবির প্রথম ঝলকের।