
নিউজটাইম ওয়েবডেস্ক : একটা সময় ছিল দীপিকা পাড়ুকোন আর অবসাদ সমার্থক ছিল। সেই পরিস্থিতি ২০১৫ সালে নিজেই প্রকাশ্যে এনেছিলেন এই প্রযোজক-অভিনেত্রী। নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে চালু করেছেন মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন। এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অবসাদগ্রস্তদের পাশে দাঁড়াতে রিপিট আফটার মি’র অনলাইন প্রচার শুরু করেছেন দীপিকা। মানসিক ভাবে বিপর্যস্তরা এই প্রচার কর্মসূচির মাধ্যমে দীপিকার সঙ্গে সরাসরি টুইটার বা ইনস্টাইন কথা বলতে পারছেন। সেই প্রচার কর্মসূচির অংশ হিসেবে শনিবার একটা খোলা টুইট লিখলেন দীপিকা। যার সারাংশ: আপনি অবসাদ একেবারে দূর করতে পারবেন না।

