
নিউজটাইম ওয়েবডেস্ক : জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করে এবার ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। কয়েকদিন আগই রামভক্ত গোপাল নামে এক কিশোর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে পুলিশের সামনে থেকেই গুলি চালাতে শুরু করে। এলোপাথাড়ি গুলিতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
এদিন অপর্ণা সেন ট্যুইটে লেখেন, আমাদের দেশকে ঘৃণা গ্রাস করছে, এটা অত্যন্ত দু:খজনক বিষয়। বন্দুকবাজ রামভক্ত গোপাল এদিন যা বলেছেন তা আমি বিশ্বাএ করতে পারছিনা। এটা হিন্দু ধর্ম নয়। এটা হিন্দুত্ব। আর এই দুটি শব্দের মধ্যে অনেক ফারাক রয়েছে। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি রামভক্ত গোপাল নামে এক অজ্ঞাত পরিচয় কিশোর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গুলি চালায়। তার সামনেই দাঁড়িয়েছিল দিল্লি পুলিশ। পুলিশের সামনেই পড়ুয়াদের দিকে বন্দুক উঁচিয়ে বলেন, ‘নাও আজাদি’। এরপরাই গুলি চালাতে শুরু করে গোপাল। তার গুলিতে এদিন আহত হন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক ছাত্র। হাতে গুলি লাগে তাঁর। সেই অবস্থাতেই ব্যারিকেড টপকে হাসপাতালে যেতে হয় তাঁকে।