
নিউজটাইম ওয়েবডেস্ক :
গৃহবন্দি হয়ে রীতিমতো নাজেহাল সাধারন মানুষ। সংসার চালানোর জন্য রোজগার ও পর্যাপ্ত খাবারের চিন্তায় বিপর্যস্ত সকলেই। কিন্তু, টলি তারকারা এই লকডাউনকে উপভোগ করছেন চুটিয়ে। কেউ সময় কাটাচ্ছেন রান্না করে, কেউ আবার সময় দিচ্ছেন নিজেদের পরিবারকে। এই মুহূর্তে কেউ গান গাইতে ব্যস্ত তো কেউ দাবা খেলতে।![]()
টলিউডের রিউমারড কাপলও নাম লিখিয়েছেন সেই তালিকায়। কথা হচ্ছে যশ- প্রিয়াঙ্কাকে নিয়ে। প্রথম বার একসঙ্গে শুটিংফ্লোর শেয়ার করেই একে অপরের বিশেষ বন্ধু হয়ে উঠেছেন তাঁরা। সর্বসমক্ষে যদিও তাঁরা নিজেদের শুধুমাত্র বন্ধু বলতেই পছন্দ করেন । যাই হোক, লকডাউনের মুহূর্তে বই পড়েই সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা।

