
নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়িতে বসে একঘেয়েমি কাটানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু চেষ্টা করেই চলেছেন সাধারন মানুষ থেকে বিনোদন জগতের তারকারা সকলেই ।ইদানীং,টেন ইয়ার্স আর বটল ক্যাপ চ্যালেঞ্জ এর মতো নতুন একটি ট্রেণ্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় । “দেন অ্যান্ড নাও ” চ্যালেঞ্জ। নিজের বর্তমান সময়ের ছবির সঙ্গে আপলোড করতে হবে ছোটবেলার একটি ছবি। ইতিমধ্যেই এমন প্রচুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করলেন অভিনেতা রণজয় । চ্যালেঞ্জটি তাঁর দিকে ছুড়ে দিয়েছেন অভিনেত্রী সোহিনী।
এমনিতেই তাঁদের সম্পর্ক বেশ চর্চিত টলিপাড়ায়। শুরুর দিকে একে অপরকে শুধুই বন্ধু বলে সম্বোধন কোড়লেও,পড়ে নিজেদের সম্পর্কের কথা প্রকাশে স্বীকার করেছেন এই লাভ বার্ডস। হলিডে থেকে জন্মদিন,বন্ধুদের সঙ্গে পার্টি বা প্রফেশনাল ফোটোশুট সবসময়ই জুটিতে ফ্রেমবন্দী হতে দেখা গেছে রণজয়-সোহিনীকে।
আর এবার নিজের ছোটবেলার একটি সাদাকালো ছবি সোশ্যাল সাইটে ভাইরাল করে “দেন অ্যান্ড নাও ” চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রেমিকের দিকে। চ্যালেঞ্জ পাওয়া মাত্রই নিজের ছোটবেলার দুটি ছবি ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা।
