
নিউজটাইম ওয়েবডেস্ক : তাঁর বিবাহিত জীবন সবসময়ই চর্চার বিষয় টলিউডের দর্শকদের কাছে। বারংবার সম্পর্ক ভাঙলেও ২০১৯-এ নিজের মনের মানুষ রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বিয়ের পর তাঁর সিনেমা মুক্তি পেলেও ছবির প্রমোশন গুলিতে দেখা যায়নি টলি সুন্দরীকে। অভিনয়ের পাশাপাশি ইদানিং বরের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। হয়ে উঠেছেন স্বাস্থ্য সচেতকও। জিমেও প্রায়শই হাজির হন জুটিতে।
তবে বর্তমান পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখতে গৃহবন্দী হয়ে রয়েছেন তারকা জুটি। সিনেমা, রিয়ালিটি শোয়ের শুটিং থেকে কিছু দিনের এই লকডাউন পিরিয়ডকে কখনও মাস্ক মুখে দিয়ে ,আবার কখনও রোম্যানটিক মূডে সেলিব্রেট করছেন লাভ বার্ডস।

নিজের ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সেলফিও ।

