
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গোটা দেশ গৃহবন্দী। এরই মাঝে সমস্ত বলি তারকারা নানান ভাবে তাঁদের ভক্তদের সাথে রেখেছেন যোগাযোগ। কেউ কেউ তাঁদের সোশ্যাল মিডিয়ার সাহায্যে সোজাসুজি কথা বলেছেন লাইভে এসে, কেউ আবার ট্যুইট করছেন তাঁদের রোজনামচা। কেমন সাধারণ ভাবে তাঁরা কাটাচ্ছেন তাঁদের কোয়ারেন্টাইনের দিন গুলি। এবার ভারতীয় অধীনায়কের হেয়ার স্টাইলিস্টের ভুমিকায় নামলেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মা।
শনিবার সকালে অনুস্কা শর্মার ট্যুইটারে এল ভিডিও যেখানে দেখা গেল কোয়ারান্টাইনের মধ্যে তাঁর নতুন অবতার। ভীরাটের হেয়ার স্টাইলিস্টের ভুমিকায় নামলেন তিনি। দেখে নিন এই ভিডিওতে।