
নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৩ সাল থেকেই একে অপরের সাথে দূরত্ব তৈরি করে ফেলেছিলেন তাঁরা। তবে তার কয়েকমাস পর ২০১৪ সালের নভেম্বর মাসে আইনি মতে বিবাহ বিছেদ ঘটিয়ে ছিলেন বলিউডের স্টার কাপল হৃতিক-সুজান জুটি ।তবে নিজেদের দুই ছেলে রিহান ও রিদানের স্বার্থে তারা প্রায়সই একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন কখনও দুই ছেলেকে নিয়ে ছুটি কাটানো ,তো কখনও স্কুলের অ্যানোয়াল ডে ,আবার কখনও বিটাউন বন্ধুদের সঙ্গে পার্টি। সর্বদা জুটিতে ফ্রেমবন্দী হয়েছেন এই প্রাক্তন জুটি।



