
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর ঘোষনার পর মঙ্গলবার রাত থেকে চলছে দেশজুড়ে লকডাউন। এই অবস্থায় ঘরে বন্দি দশা কাটাচ্ছেন দেশের প্রায় সমস্ত মানুষ। আর এই গৃহবন্দিদের তালিকা থেকে বাদ পড়েননি সেলিব্রিটিরাও। এই মুহূর্তে কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে বাড়ির পরিচারিকাদের। ফলে বাড়ির সমস্ত কাজ সামলাতে হচ্ছে বাড়ির মানুষগুলোকেই। সেলেবরাও তার ব্যতিক্রম নন। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রামে নিজের বাসন মাজার একটি ভিডিও পোস্টই করলেন ক্যাটরিনা কাইফ। ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাট রীতিমতো বাসন মাজার কাজে ব্যস্ত।
করোনা সংক্রমণ এড়াতে দেশ জুড়ে সচেতনতা অবলম্বন করছেন সকলে। এই মুহূর্তে বাড়িতে বসেই দিন কাটাচ্ছেন সেলেবরা। এমনকি যাঁরা বিদেশ থেকে ফিরছেন তারাও কোন দিক না ভেবে চলে যাচ্ছেন হোম আইসোলেশনে। কিন্তু কাজের থেকে একেবার সরে এসে কিভাবে তাঁরা দন কাটাচ্ছেন? তারই বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গিয়েছে বেশ কিছু তারকাদের। এদিন ইনস্টাতে শেয়ার করা ভিডিওতে ক্যাটরিনা জানান, বর্তমানে তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। পরিচারিকারাও রয়েছেন ছুটিতে। তাই তিনিই বাসন মাজছেন। ক্যাটরিনাই পাশাপাশি আরও এক তারকার বাসন মাজার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কার কথা বলা হচ্ছে সেটাই ভাবছেন তো? তিনি আর কেউ নন, কার্তিক আরিয়ানের কথা বলা হচ্ছে এখানে। এদিন অভিনেতার বোন দাদার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করেন। ক্যাটের মতো তাঁকেও সেখানে বাসম মাজতে দেখা যায়।