
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে রয়েছেন সারা দেশের মানুষ। সোমবার থেকে দেশের ৭৫টি জেলায় শুরু হয়েছে লকআউট। এছাড়া ১৪৪ ধারা জারি হওয়ায় রুদ্ধ মুম্বই। সাধারণ মানুষ থেকে শুরু করে এখন সেখানে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন তারকারা। সলমন খান থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন ও করিনা কাপুর খান সকলেই এই মুহূর্তে রয়েছেন গৃহবন্দি। সকলেই এখন পরিবারের সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন। এবার সেই দলে নাম লেখালেন রণবীর সিং ও দীপিকা পাডুকন।
এদিন ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন রণবীর সিং। যেখানে কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পর তাঁকে ঠিক কেমন দেখতে লাগবে তারই আভাস দিয়েছেন।