
নিউজটাইম ওয়েবডেস্ক : নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন কনিকা কাপুর। কিন্তু তিনি যে করোনায় আক্রান্ত ছিলেন সে তথ্য তিনি গোপন করে যান বলে অভিযোগ করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। কিন্তু এই ঘটনার প্রতিবাদ করে কনিকা কাপুরের পাশে দাঁড়ালেন অভিনেত্রী সোনম কাপুর। এমনকি গায়িকা কনিকা কাপুরের লখনউয়ে পার্টি দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনার কারনে সংবাদমাধ্যমকে দোষারোপ করতে ছাড়েননি অভিনেত্রী।
এদিন একটি ট্যুইট করে সোনম কাপুর লেখেন, গত ৯ মার্চ লন্ডন থেকে থেকে দেশে ফেরেন কনিকা। তখন পুরো সকলে হোলিতে ব্যস্ত। কেউই নিজেকে তখন হোম আইসোলোশনে রাখার কথা ভাবেননি। তাই এক্ষেত্রে কনিকা কাপুরকে দোষারোপ করা উচিত নয় বলে মত প্রকাশ করেন অভিনেত্রী। একইসাথে এদিন কনিকার সমালোচনাকারীদেরও একহাত নেন তিনি। কিন্তু এই ট্যুইটটি করার পরেই অভিনেত্রীর সমালোচনায় মুখর হন নেটিজেনরা। কনিকা কাপুরকে এইভাবে সমর্থন করাকে অনেকেই ‘কাপুর’ ডিফেন্স বলে রসিকতা করেছেন। অনেকেই আবার তাকে এই অবস্থায় ‘চুপ থাকার’ পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, বলিউডের বিখ্যাত সঙ্গিত শিল্পী কনিকা কাপুর করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে একটি অনুষ্ঠানে যোগদান করায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে লখনউয়ের এক স্বাস্থ্য আধিকারিক গায়িকার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। ঘটনায় সমালোচনার ঝড় তুলেছিল বহু মানুষ। কিন্তু সেই সমালোচনাকে এদিন ভিত্তিহীন বলে দাবি করায় ফের আক্রমণের শিকার হলেন অভিনেত্রী সোনম কাপুরও।