
নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ ৬৬ বছর পর আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন প্লে বয়ের প্রকাশনা বন্ধ হল। করোনার জেরে বন্ধ করতে হল মুদ্রণ। বেশিরভাগ আমেরিকান দেশগুলি করোনা রুখতে বন্ধ করেছে সমস্ত রকম জমায়েত, বাড়ির বাইরে যাওয়া নিষেধ। এমন অবস্থায় এই ম্যাগাজিনের মুদ্রণ ও প্রকাশ একপ্রকার অসম্ভব।
৬০ এর দশক আত্মপ্রকাশের পর এই পত্রিকা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, এই জনপ্রিয় পত্রিকাটির কর্নধারের তরফ থেকে জানানো হয় তাদের এই স্প্রিং সংখ্যা এই পত্রিকার শেষ মুদ্রিত পত্রিকা হবে। এরপর পত্রিকাটি পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে। যদিও আশার আলো হিসেবে জানানো হয়, কিছু বিশেষ এডিশন মুদ্রণ হতে পারে। প্রসঙ্গত, এই পত্রিকা প্রথম থেকেই জনপ্রিয়তার শীর্ষে ছিল, তার কারণ হল এই পত্রিকার বিষয় বস্তু। একেবারে প্রথম থেকেই এই পত্রিকার প্রচ্ছদে থাকতো স্বল্প বসনা সুন্দরীদের ভিড়। এর মধ্যে ছিলেন নানান হলিউড অভিনেত্রি ও সুপার মডেলরাও। এই পত্রিকার তরফ থেকে জানানো হয়, করোনা ভাইরাসের মহামারির আকার ধারণ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাপ্লাই চেন, ফলে যে কোনো পণ্যই তৈরি করা ও বাণিজ্য চালানো অত্যন্ত জটিল হয়ে পড়ে। এর ফলে বহুদিন ধরে চলতে থাকা আই আলেচনা আরও এগিয়ে নিয়ে আসতে হয়। এবং তড়িঘড়ি সিদ্ধান্তও নিতে হয়। তবে এখন সবথেকে বড় প্রশ্ন হল, প্রিন্ট পত্রিকার পাঠকদের চাহিদা কিভাবে ডিজিটাল পত্রিকায় পূরণ করা যাবে, বা পত্রিকাকে কিভাবে সাজিয়ে তোলা হবে এর অনলাইন ও অফলাইন দুই ধরণের পাছকদের জন্যেই। বলেন প্লে বয় এন্টার প্রাইজের চিফ এক্সিকিউটিভ বেন কোহেন।