
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা নিয়ে আতঙ্ক যেমন বাড়ছে , সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সকলেই সচেতন হয়ে উঠছেন নিজেদের স্বাস্থ্য নিয়ে । ক্যাটরিনা শুরু করেছেন নতুন ওয়ার্ক আউট, জ্যাকি বাগনানি বিলি করলেন হ্যান্ড স্যানিটাইজার ।
এয়ারপোর্ট থেকে মার্কেট , রেল স্টেশন সর্বত্রই মাস্ক পড়ে ঘুরে বেড়াচ্ছেন আট থেকে আশি সকলে । করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে । এমন সময় শরীরের ইমিউনিটি সিস্টেম কে আরও বেশি শক্তিশালী করে তুলতে এবার ট্রেনারের সঙ্গে নতুন ওয়ার্কআউট শুরু করেছেন ক্যাটরিনা ।
