
নিউজটাইম ওয়েবডেস্ক : বয়স বাড়ছে, সঙ্গে গ্ল্যামারও। পঞ্চাশ ছুঁতে আর বেশি বাকি নেই মালাইকার। রিয়াল লাইফ লাইফস্টাইল থেকে রিয়্যালিটি শো, সর্বত্র উষ্ণতা ছড়াতে জুড়ি মেলা ভার তাঁর। ইদানিং নিজেকে ফিট রাখতে যোগাশন থেকে পিলাটেস এমনকি ওয়েট লিফ্টিং করতেও দেখা যাচ্ছে মালাকে। জিম ওয়্যারে তাঁর ছবি হামেশায় ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজেই নিজের হট অবতার ভাইরাল করলেন ফ্যানেদের জন্য।

