নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস আতঙ্কে জড়সড় গোটা বিশ্ব। মারণ রোগ থেকে বাঁচতে ইতিমধ্যেই নানান সুরক্ষা ব্যবস্থা নিয়ে চলেছেন সাধারণ মানুষ। ভারতবর্ষে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০। এবার করোনা থাবা বসাল বিনোদন জগতে। ইতিমধ্যেই আমেরিকায় চিকিৎসাধীন অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। শিরোনামে ছিল ডেনিয়াল র্যাডক্লিফের নামও।
বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন তারকা। স্বভাবতই এই খবরে উদ্বিগ্ন হয়ে গিয়েছিল তারকার ভক্তরা। তবে বৃহস্পতিবার সকালে সুখবর এল ডেনিয়ালের তরফ থেকে। জানানো হয়েছে কোন রকম ভাবেই তিনি অসুস্থ নন, সমস্তটাই গুজব। বর্তমানে ছবির কাজ নিয়েই ব্যস্ত ড্যানিয়াল। স্বভাবতই এই খবর পেয়ে খুশি হ্যারি পটার লাভাররা।