
Mandatory Credit: Photo by Matt Baron/BEI/Shutterstock (7898420om) Tom Hanks 43rd Annual People's Choice Awards, Arrivals, Los Angeles, USA - 18 Jan 2017
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার রুপোলি পর্দাতেও করোনার থাবা। এবং তা খোদ হলিউডেও। অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রীতা উইলসনের শরীরে মারণ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এই প্রথম হলিউডের কোনও সেলিব্রিটি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ার গোল্ড কোষ্ট এ শুটিং করেছিলেন টম হ্যাঙ্কস। সোনা যাচ্ছে এলভিস প্রিসলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও। আগামী সোমবার থেকে সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তার আগেই তাঁদের জ্বর ধরা পড়ে। শরীরের শুরু হয় যন্ত্রণা। দেহের নমুনা পরীক্ষার পর জানা যায়, টম ও রীতা দু’জনেই করোনায় আক্রান্ত হয়েছেন।