
নিউজটাইম ওয়েবডেস্ক : যতোই থাক করোনা ভাইরাসের আতঙ্ক, রঙিন হওয়ার দিনে রঙ না খেললেই নয়। সামাজিক বার্তা দিতে টলিউডের একাধিক তারকারাই বয়কট করেছিলেন দোল খেলা। তবে বিয়ের পর প্রথম হোলি সেলিব্রেট করতে ভুললেন না নুসরত জাহান – নিখিল জৈন। হার্বাল আবিরেই রঙিন হয়ে নিজেদের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন নিখিল ।
