
নিউজটাইম ওয়েবডেস্ক : রূপোলি পর্দা থেকে বিরতি নিয়েছেন বেশ কয়েকবছর আগেই। কিন্তু এখনও সোশ্যাল সাইটে সমান জনপ্রিয় সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে তিনি কাউকে ফলো না করলেও, দেশে বিদেশের ৪.০৯ লক্ষ মানুষ প্রতিনিয়ত ফলো করেন তাঁকে। হাফ সেঞ্চুরি হতে বাকি নেই বেশি দিন, তবে তাঁর ফিটনেস গোল অনুপ্রেরনা জোগায় সাধারণ মানুষদের। এবার আর ফিটনেস ভিডিও নয়। সোশ্যাল সাইটে নিজের ছবি আপলোড করে ঝড় তুললেন মিস ইউনিভার্স। হেয়ার কাট করিয়ে নতুন লুক ট্রেন্ডিংয়ে আনলেন অভিনেত্রী।


