
নিউজটাইম ওয়েবডেস্ক : বেনিয়মের অভিযোগ, আর তার জেরেই বন্ধ করে দেওয়া হল বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর বানানো থিম রেস্তরাঁ। প্রশাসনের দাবি এই রেস্তরাঁ তৈরি করতে গিয়ে বেশ কিছু নিয়ম লঙ্ঘন করেছেন অভিনেতা। এমনকি এই অভিযোগে একাধিকবার পুরসভা থেকে ধর্মেন্দ্রর কাছে নোটিশ পাঠানো হয়। তাঁর তরফে কোনরকম সাড়া না পেয়ে অবশেষে রেস্তরাঁটি বন্ধ করে দেয় প্রশাসন।
হরিয়ানার কারনালে ৪৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই থিম রেস্তরাঁটি বানিয়েছিলেন ধর্মেন্দ্র। কারনাল পুরসভার তরফে অভিযোগ করা হয়, যে জায়গার ওপর রেস্তোরাঁটি তৈরি করা হয় সেই জমির কাগজপত্র ঠিক নেই। নির্মানের ক্ষেত্রেও রয়েছে বেআইনি কার্যকলাপ। এবিষয়ে মুখ খুলেছেন কারনালের ডেপুটি কমিশনার নিশান্ত যাদব। তাঁর কথায়, জমি সংক্রান্ত এবং অন্যান্য নানা জটিলতার কারনে এর আগে বহুবার রেস্তরাঁর মালিককে নোটিশ পাঠানো হয়। কিন্তু মালিক পক্ষের তরফে কোনরকম জবাব মেলেনি। তাই শেষ পর্যন্ত রেস্তরাঁটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছর ১৪ ফেব্রুয়ারি তখা ভালোবাসা দিবসে এই থিম রেস্তরাঁটির উদ্বোধন করেন ধর্মেন্দ্র। কিন্তু উদ্বোধনের মাত্র ২০ দিনের মাথায় বন্ধ করে দেওয়া হল এই রেস্তরাঁটি। যদিও এবিষয়ে রেস্তরাঁ মালিক এবং পরিচালন কর্তৃপক্ষের তরফে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।