
নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনয় জগতে তিনি অত্যন্ত সফল একজন অভিনেত্রী। এবার সাংসদ হিসাবেও সেই সফলতার পরিচয় দিলেন টলি অভিনত্রী নুসরত। গত লোকসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনৈতিক মহলে পদার্পণ করেছেন তিনি। বসিরহাট তথা নিজের সংসদীয় এলাকায় নতুন নতুন একাধিক প্রকল্পের প্রস্তাব রেখেছেন এই সাংসদ। তাঁর কাজ মন জয় করেছে বসিরহাটবাসীর। অভিনেত্রী হিসাবে একাধিকবার প্রশংসা কোড়ানোর পর এবার সাংসদ হিসাবে নারী দিবসের আগে ‘তুমি অনন্যা’ পুরস্কার পেলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত।
নারী যে মা দূর্গারই আরেক রূপ তা এদিন যেন ফের প্রমান করে দিলেন নুসরত। একদিকে তাঁর সাংসদীয় কাজ অন্যদিকে রূপোলি পর্দা সবক্ষেত্রেই তিনি যেন স্বয়ংসিদ্ধ।তবে এখানেই শেষ নয় কেরিয়ার জীবনের পরেই দিব্যি তিনি তাঁর সংসার সামলাচ্ছেন। বর্তমানে তিনি বেশ ব্যস্ত রয়েছেন ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’র কাজে। একইসাথে স্বামীর সঙ্গে নতুন পোশাক ব্যান্ড ‘ইয়ুভ’-এর কাজও একই হাতে সামলাচ্ছেন তিনি। এই সব কিছুর মধ্যেও বারে বারে প্রকাশ পেয়েছে নুসরতের মানবিক দিকটাও। বসিরহাটে সাংসদ হিসাদে নির্বাচিত হওয়ার পর ওই এলাকার বাচ্চাদের জন্য পার্লামেন্টে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির প্রস্তাব রেখেছেন সাংসদ নুসরত। তাই এবার অভিনেত্রীর সামাজিক অবদান এবং মানবিক উদ্যোগের জন্যই তাঁকে ১৫তম ‘তুমি অনন্যা’ পুরস্কার দেওয়া হল। রাজনৈতিক ময়দানে পা রাখার সাথে সাথেই এই বিশেষ পুরষ্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত নুসরত জাহান। এই পুরষ্কার পাওয়ার পর সাংসদ বলেন, “আশা করি ভবিষ্যতেও দেশ এবং দশের জন্য এভাবেই কাজ করে যেতে পারব।” এরপরেই তিনি তাঁর প্রাপ্ত পুরষ্কার সকলের উদ্দেশ্যে উৎসর্গ করেন।