
নিউজটাইম ওয়েবডেস্ক : “মেঘ কেটে ঝকঝকে রোদ। শত্তুরের মুখে ছাই দিয়ে আসছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। সঙ্গীত এবং আবহসঙ্গীত কবীর সুমন” — এভাবেই নিজের ফেসবুকে নিজের আগামী ছবির আসন্ন মুক্তির কথা জানালেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। অভিনেতা-সাংসদ দেবের প্রডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানারে আগামী 1 মে মুক্তি পাচ্ছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় এবং খরাজ মুখোপাধ্যায়কে। রাজা হবুচন্দ্রের চরিত্রে রয়েছেন শাশ্বত, রানী কুসুমকুমারীর ভূমিকা করেছেন অর্পিতা আর খরাজ হয়েছেন গবুচন্দ্র মন্ত্রী।
কিছু মাস আগেই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ও প্রযোজক দেবের সঙ্গে ছবির সঙ্গীত পরিচালক কবীর সুমনের মতান্তরের জেরে সরগরম ছিল টলিপাড়া। আবহসঙ্গীত করার কাজ থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন সুমন। অবশেষে সব তিক্ততার অবসান ঘটিয়ে ফের নতুন করে হাত মেলালেন তিনজনে। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী যে আসছে, সে কথা কবীর সুমনও নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে জানিয়ে দিয়েছেন। গতকাল বুধবার সন্ধেবেলা বৈষ্ণবঘাটায় কবীর সুমনের বাড়িতে রেকর্ড করা সেই ভিডিওয় হবুচন্দ্রের টাইটেল সং-এ সুমনের সঙ্গে গলা মিলিয়েছেন অনিকেত চট্টোপাধ্যায় এবং দেব নিজে। কী কথা হল তাঁদের মধ্যে? সুমন জানাচ্ছেন, ছবির আবহসঙ্গীত করছেন তিনিই। সে বিষয়ে আলোচনা বাদেও আর ছবির জন্য আর কী কী করা দরকার, সে নিয়ে কথা হয়েছে। সব ভালো যার শেষ ভালো! সেই প্রবাদবাক্য মনে রেখেই আপাতত গরমের ছুটিতে রূপকথার রাজ্যে পাড়ি দেওয়ার দিন গুনছেন বাংলা ছবির দর্শকেরা।