
নিউজটাইম ওয়েবডেস্ক : বিয়েটা সাদামাঠা ভাবেই সেরেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা। তবে তারকা দম্পতির রিসেপশনে পার্টিতে ছিল চাঁদের হাট। টলিপাড়া থেকে ময়দান—-হাজির ছিলেন সবক্ষেত্রের সেলিব্রিটিরাই। সাবেকি বাঙালি সাজে নজর কেড়েছিলেন সৃজিত-মিথিলাও। সবমিলিয়ে লিপইয়ারে ফেব্রুয়ারি শেষদিন জমজমাট আসর বসেছিল স্বভূমির রাজকুটীরে।





