
নিউজটাইম ওয়েবডেস্ক : মহিলাদের ঋতুচক্র থেকে শুরু করে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বিষয়ে এবার এক বিশেষ উদ্যোগ নিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজেদের নিরাপত্তা যাতে মেয়েরা নিজেই নিতে পারে সেদিকটি বিবেচনা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন বিভিন্ন স্কুলে ছাত্রীদের ক্যারাটে, বক্সিং শেখানোর বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। এখইসাথে বিভিন্ন স্কুলে বসানো হয়েছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন।
বৃহস্পতিবার বিকেলে অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে সোনারপুর অতুলকৃষ্ণ বিদ্যায়তনে একটি আলোচনা সভা বসে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মোট ২৬টি স্কুলের প্রতিনিধির পাশাপাশি এদিনের সভায় উপস্থিত ছিলেন ওই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন মুখোপাধ্যায়। এছাড়াও এই প্রকল্পের কর্ণধার সুতনু ঘোষও উপস্থিত ছিলেন সেখানে। দেখা গিয়েছে পুরমাতা সোনালী রায়কেও। ‘সুকন্যা’ প্রকল্পের অধীন আনা হয়েছে মিমির চক্রবর্তীর এই উদ্যোগকে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে তবে এদিনের আলোচনা সভায় ফের বেশ কয়েকটি স্কুলের তরফে এই মেশিন বসানোর জন্য আবেদন করা হয়েছে।