
নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি মাসের ২৫ তারিখ ৩৯-এ পা দিয়েছেন শাহিদ কাপুর। এই বলি তারকার জন্মদিন উপলক্ষে বার্থডে বয়ের ছবি আঁকা একটি টিশার্ট পরে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে মীরা রাজপুত, জৈন কাপুর এবং মিশাকে। তবে এদিন শাহিদকে শুধুমাত্র বলিউড তারকারাই জন্মদিনের শুভেচ্ছা পাঠাননি সেই দলে সংযোজিত হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তীও।
এদিন শাহিদের জন্মদিন উপলক্ষে ট্যুইটারে একটি ছবি শেয়ার করেন শ্রাবন্তী। পোস্টে তিনি লেখেন, শাহিদকে বরাবরই তাঁর ভালো লাগে। এই ট্যুইটের পাল্টা রিট্যুইট করে শাহিদ কাপুর টলিউড অভিনেত্রীর ধন্যবাদও জানিয়েছেন। তবে শাহিদ কাপুরকে নিজের ‘ক্রাশ’ বলে উল্লেখ করায় ফের আরও একবার কৌতুকের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী। এদিন সোশ্যাল মিডায়ায় কেউ যেমন তাঁকে মোটা বলে অক্রমণ করেছেন, অন্যদিকে তেমনি অনেকে শ্রাবন্তীকে পরবর্তী বিয়ে সেরে ফেলারও পরামর্শ দিয়েছেন। তবে এই তীব্র সমালোচনার মুখে পড়েও মুখ খুলতে শোনা যায়নি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
