
নিউজটাইম ওয়েবডেস্ক : মোতেরায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে করণ জোহারের সাক্ষাতেই শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পাই এখন ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় প্রাক্তন অধিনায়ককে নিয়ে নাকি তৈরি হচ্ছে বায়োপিক। সৌরভের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই বিষয়টি নিয়ে কোন ভাবেই মুখ খোলননি সৌরভ।
এবার কী সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক উঠে আসবে সেলুলয়েডে। এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে সব মহলেই। নতুন রূপে মোতেয়া স্টেডিয়াম উদ্বোধনের দিন করণ জোহারের সঙ্গে সাক্ষাৎ হয় সৌরভের। সেখান থেকেই ছড়িয়ে পড়ে সৌরভের বায়োপিক তৈরির খবর। একথাও শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের ভূমিকায় নাকি দর্শকদের নজর কাড়বেন হৃতিক রোশন। আসলে সৌরভ নিজেই হৃতিকের আভিনয়ের বড় ভক্ত। আইএসএলে পুণে সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে এসেছিলেন হৃতিক। সেই সময় সৌরভের সঙ্গে তাঁর দীর্ঘ কথা হয়। তবে শুধুমাত্র প্রাক্তন অধিনায়কই নন, তাঁর মেয়ে তথা সানাও হৃতিকের বড় ফ্যান। করণ জোহার আর হৃতিক এৰ দু’জনের সাক্ষাৎকার মিলেই খবর ডানা মেলেছে। তবে আদৌ এই বায়োপিক হচ্ছে কিনা, সেবিষয়ে এখনও পর্যন্ত কেন সবুজ সংকেত মেলেনি।