
নিউজটাইম ওয়েবডেস্ক : টলি পাড়ার আর্টিস্ট ফোরাম নির্বাচনের ১৫ দিনের মধ্যেই এবার নিজেদের নতুন ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, শংকর চক্রবর্তীরা। টলি পাড়ার শিল্পীদের স্বাস্থ্য বিমা নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আর্টিস্ট ফোরামের নব নির্বাচিত সদস্যরা।
এদিন বৈঠকে টলিউডের দুঃস্থ শিল্পীদের জন্য স্বাস্থ্য বিমা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন। বর্তমানে স্বাস্থ্য বিমা হিসাবে দেড় লক্ষ টাকা পান টলি পাড়ার শিল্পী, কলাকুশলীরা। এবিষয়টি জানার পরে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আসার কথা হলেন মুখ্যমন্ত্রী । কারন এই প্রকল্পের আওতাভুক্ত হলে টলি পাড়ার শিল্পীরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে অত্যন্ত কার্যকারী বলে মনে করেই এদিন মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন স্টুডিয়ো পাড়ার শিল্পীরা।এদিন শংকর চক্রবর্তীর বলেন, ‘যে কোনও বিষয়ে নিয়ে এগোতে হলেই মুখ্যমন্ত্রীর সহায়তা লাগবে। তাই ওনাকে আমাদের সমস্ত সমস্যা ও পরিকল্পনার কথা সবই ওনাকে জানালাম। উনিও যথাসাধ্য পরামর্শ দিয়েছেন। আগামীদিনে আমরা যা যা কাজ করব, সবকিছুতেই তিনি পাশে থাকবেন বলেই জানিয়েছেন।’ ২০২০-তে আর্টিস্ট ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন নিয়ে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদের জন্য এবার ৩৭ টি মনোনয়ন জমা পড়েছিল। যার মধ্যে বিজ্পি থেকেও ছিল একাধিক মুখ। প্রথম দিকে ফলাফল নিয়ে একটু চাপ থাকলেও গেরুয়া শিবির আর্টিস্ট ফোরামের নির্বাচনে কোন জায়গায় করতে সমর্থ হয়নি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন অরিন্দম গাঙ্গুলি বা জুন মালিয়ারা।