
নিউজটাইম ওয়েবডেস্ক :
সম্প্রতি ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই প্রশ্ন তুলেছেন বিকি কৌশল নাকি ক্যাটরিনার সাথে ডেট করছেন। এবার নেটিজেনদের প্রশ্নের উত্তর দিতে মুখ খুললেন বিকি। তাঁর কথায়, ক্যাটরিনার সাথে কোন ডেট নয়, এটা একটা অন্যরকম অনুভূতির বিষয়।
তবে এখানেই শেষ না করে বিকি আরও বলেন, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই একটা বাড়তি আগ্রহ কাজ করে সাধারন মানুষের মধ্যে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সেইসঙ্গে এদিন তিনি এটাও জানিয়ে দেন যে, তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে সব সময় ক্যামেরার ফ্ল্যাশের বাইরেই রাখতে পছন্দ করেন। তাহলে কি ক্যাটরিনার সাথে তাঁর কোন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে! সেভাবে স্পষ্ট করে কিছু না বললেও এদিন এমনটাই ইঙ্গিত দিলেন বলিউড এই অভিনেতা।
রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ফের সলমনের কাছে ফেরেন ক্যাটরিনা। কিন্তু টাইগার জিন্দা হ্যায় এবং ভরত এই দুটি ছবি করার পরেই বিকি কৌশলের সাথে একটু বেশিই ঘনিষ্ঠ হতে দেখা যায় ক্যাটরিনাকে। বেশ কিছু সময় তাঁদের একসাথে সময়ও কাটাতে দেখা যায়। তখন থেকেই বলি পাড়ায় এই দুই সেমিব্রিটিকে নিয়ে চলে জোর জল্পনা। আর সেই জল্পনাকে আরও উষ্কে দেয় দীপাবলির পার্টিতেও ক্যাটরিনার সঙ্গে বিকির একান্তে সময় কাটানোর বিষয়টি। যদিও এবিষয়ে মুখ খুলতে শোনা যায়নি ক্যাটরিনাকে।