
নিউজটাইম ওয়েবডেস্ক : ২৩ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন গিয়েছে। এবছর ৩৮-এ পা দিলেন করণ সিং গ্রোভার। স্বামীর জন্মদিন বলে কথা, তাই আগেভাগেই করণের সাথে মলদ্বীপে উড়ে গিয়েছেন বিপাশা বসু। সেখানে করণ-বিপাশার বিভিন্ন ছবি ইতিমধ্যেই তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায়। এই সবকিছুর মধ্যে বিপাশার স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এ কী বললেন টেলি অভিনেত্রী আরতি সিং!
করণের ৩৮ তম জন্মদিনে তাঁকে ‘হৃদয়ের টুকরো’ বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আরতি সিং। তবে শুধু তাই নয়, এদিন করনের সাথে নিজের এটি ছবিও শেয়ার করেন অভিনেত্রী। অভিনেতা ক্রুষনা অভিষেকের বোন তথা আরতি সিং করণের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, শুভ জন্মদিন আমার ‘হৃদয়ের টুকরো’। তবে এখানেই শেষ করেননি অভিনেত্র্রী। তিনি আরও লেখেন, করনের জীবনে যা যা আশা আকাঙ্খা রয়েছে তা সবকিছুই যেন পূর্ণ হয়। এবং করণকে তিনি ভালোবাসেন বলেও দাবি করেন এদিন। এবং একইভাবে ভালোবেসে যাবেন বলেও জানান টেলি অভিনেত্র্রী আরতি সিং।