প্রকাশ্যে এল ‘থালাইভি’র নতুন পোস্টার, নেটদুনিয়ায় প্রশংসিত আম্মার লুক
1 year ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : জয়ললিতার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে ফের প্রকাশ্যে এল ‘থালাইভি’ ছবির দ্বিতীয় পোস্টার। সাদা শাড়ি আর লাল টিপে কঙ্গনা যেন যুবতী জয়ললিতারই প্রতিচ্ছবি। ‘থালাইভি’র প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর জয়ললিতার লুক নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। আর এই সমস্ত বিতর্ককে একেবারে স্তদ্ধ করে প্রকাশ পেল ‘থালাইভি’র দ্বিতীয় পোস্টার।
ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই নেটদিনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন ‘থালাইভি’ নির্মাতা। তাঁদের দাবি জয়ললিতা সেজতে ১ কেজি মেক-আপ লাগিয়েছেন কঙ্গনা। অনেকেই আবার এই মেকআপকে অসহনীয় বলেও দাবি করেছেন। তবে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর দ্বিতায় কোস্টার প্রকাশ্যে আসতেই মুখে রীতিমতো কুলুপ পড়েছে সমালোচকদের। পোস্টার দেখে বোঝার উপায় নেই ছবিতে কঙ্গনা রয়েছেন নাকি খোদ যৌবনবতী জয়ললিতা। ত্রিশ বছর বয়সে অভিনয় থেকে রাজনীতিতে আসেন আম্মা। দ্বিতায় পোস্টারে কঙ্গনার এই লুকটি যেন জয়ললিতার সেই বয়সকেই প্রতিফলিত করেছে।
‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’ ছবির চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ছবিটির চিত্রনাট্য লেখেন। যুগ্মভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। জয়ললিতার এই বায়োপিক তৎকালীন দক্ষিণী অভিনেতা শোভনবাবুর চরিত্রে দেখা যাবে যিশুকে।