নিউজটাইম ওয়েবডেস্ক : পোস্টার ও ফার্স্ট লুকের পর প্রকাশ্যে এরপর আর ও এক নতুন ছবি। ফুটবলের জার্সি পড়ে খেলায় মগ্ন দেব।
জানুয়ারি মাস থেকেই ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শুরু হয়েছিল গোলন্দাজের শ্যুটিং। প্রথমবার বায়োগ্রাফিকাল ড্রামায় দেখা যাবে দেব কে। ‘ফাদার অফ ফুটবল’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার।
প্রসঙ্গত, চরিত্রের স্বার্থে বেশ কিছুদিন ধরেই ফুটবল খেলার প্রশিক্ষণ নিয়েছিলেন দেব। এখন তাই অপেক্ষা মোশন পোস্টারের পর গোলন্দাজের প্রথম ঝলকের।