
নিউজটাইম ওয়েবডেস্ক : গালা অনুষ্ঠান। বলিউডের এক সে এক তারকাদের ঢল। দর্শনের বিচারে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। সকলেরই দাঁড়িয়ে তাঁদের নিজেদের ছবির সামনে। কারন বছরের এই সময়টাই তাঁদের লেন্সবন্দি করেন ডাব্বু রত্নানি। এদিন তারকারা সকলেই উচ্ছ্বসিত নিজেদের ছবি নিয়ে। মেগা এই লঞ্চ অনুষ্ঠানে এদিন নজর কাড়লেন ভানুরেখা গনেশন থেকে শুরু করে ঐস্বর্য রায় এমনকি রেখাও।
ডাবুর কাছে বলিউড তারকাদের একটা অন্যরকম জায়গা রয়েছে। তাই প্রতিবছর তারারকাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কবে ডাক আসবে। জায়গা পাওয়া যাবে ক্যালেন্ডারের পাতায়। প্রত্যেক বারই তারকাদের নতুন নতুন লুক দেন বলিউডের এই মেগা ফটোগ্রাফার। এবছরও তার অন্যথা হয়নি। ভিন্ন ভিন্ন লুকে এদিনও তারকাদের ক্যামেরাবন্দি করলেন তিনি। মুম্বইয়ের একটি আর্ট গ্যালারিতে ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠিত হয়। পরিবারের সঙ্গে একের পর এক ছবি উন্মুক্ত করলেন ডাবু। বলিউডের সেরা তারকারা এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সকলকেই এদিন নিজের ছবি নিয়ে প্রশংসা করতে শোনা যায়। এই অনুষ্ঠানে এদিন নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। ডাব্বু রত্নানির জন্য ফের ফটোশ্যুট করলেন। তাই গত ২১ বছর ধরে ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের জন্য শ্যুট করেছেন তিনি। এদিন ঐশ্বর্য এক নতুন লুকে ধরা পড়েছেন। ঐশ্বর্যর বয়স যেন এক ধাক্কায় কয়েক বছর পিছিয়ে গিয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের ছবি শেয়ার করেন ঐশ্বর্য।
