
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত অভিনেতা তথা তৃণমূল সাংসদ তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বহু মানুষের জমায়েত হয়েছে তাঁর বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই হবে শেষকৃত্য।
মঙ্গলবার রাতে মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় তাপস পালের মরদেহ। সারারাত দেহ তাঁর বাড়িতেই শায়িত থাকে। বুধবার সকাল ১১টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। সেখানেই সহকর্মী, অনুরাগীরা ও বিভিন্ন রাজনৈতিক মহলের মানুষেরা শ্রদ্ধা জানাবেন তাপস পালকে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাপস পালের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে বাংলার সিনেপ্রেমীদের মধ্যে। শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সাহেব, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, অমর বন্ধন ইত্যাদি। তিনি হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। তাপস পাল ২০১৪ সালে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন।’শেষ জীবনে তৃণমূলের সঙ্গে তাঁর অনেকটাই দূরত্ব তৈরি হয়েছিল। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হওয়ার প্রায় বছর খানেক পর জামিন পান তিনি। তখন থেকেই যেন অনেকটাই বদলে যান তাপস পাল। শেষ জীবনে চলচ্চিত্র দুনিয়ায় ফিরতে চাইলেও তা আর হয়ে ওঠেনি,অকালেই বিদায় নিলেন তিনি।