
নিউজটাইম ওয়েবডেস্ক : রিয়ালিটি শো কিংবা যোগা,সংসারের বাইরে এইই তার জীবন। রান্নাবান্নার প্রতি তার ভালোবাসা ও প্রকাশ পায় তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তিনি আর কেউ নন,বলিউড ডিভা শিল্পা শেট্টি। সম্প্রতি তাকে এক নতুন অবতারে দেখা যাচ্ছে। বিরতি পেলেই টিকটকে সময় কাটাতে ভালোবাসেন শিল্পা শেট্টি।ভালোবাসার দিনের আগে হবু দম্পতিদের বিবাহিত জীবন নিয়ে ভয় দেখালেন শিল্পা। গল্প,আড্ডা,খুনশুটি তা ও চলল সমান তালে।
প্রসঙ্গত,২০০৯ সালের ফেব্রুয়ারিতে শেঠি রাজ কুণ্ড্রার সাথে বাগদান করেন, যার সাথে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্রিকেট দল রাজস্থান রয়্যালসের সহ-মালিক ছিলেন। দুজনে বিয়ে করেছেন ২২ নভেম্বর ২০০৯। এই দম্পতি ২২ মে ২০১২-এ একটি ছেলে ভায়ান রাজ কুন্ডার জন্ম দিয়েছেন।