
নিউজটাইম ওয়েবডেস্ক : ১১ ফেব্রুয়ারি ৩১-এ পদার্পন করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ সারা দিনটাই তিনি কাটিয়েছেন তাঁর পরিবারের লোকজনের সাথে। এবং বিকেলের দিকে কেক কেটে পরিবারের সকলের সঙ্গে সেলিব্রেট করেন নিজের জন্মদিন।
এদিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে বাড়ির সামনে হাজির হন তাঁর বহু ফ্যন-ফলোয়ার্স। ফ্যানেদের সাথে নিজের জীবনের এই বিশে। দিনটিতে ছবিও তোলেন তিনি। ‘গানের ওপার’’-ধারাবহিকে দিয়েই অভিনয় জগতে জনপ্রিয়তা পান মিমি চক্রবর্তী। এর আগেও একটি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। যদিও তা খুব একটা প্রচার পায়নি। এরপর এক এক করে ‘বাপি বাড়ি যা’, ‘বাঙালী বাবু ইংলিশ মেম’ ‘প্রলয়’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘যোদ্ধা-দ্য ওয়রিয়র’ ছবিতে অভিনয় করেন তিনি। মঙ্গলবার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। এদিনই প্রকাশ্যে এল তার নতুন গান ‘পরি হুঁ ম্যায়’র ভিডিও।